মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৫৪
১. প্রথম অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৫৪। এবং হযরত ইবনে আব্বাসের বর্ণনায় আছে, মু'মিন থাকাবস্থায় কেউ কাউকে হত্যা করে না। হযরত ইকরামা (রহ) বলেন, আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, কিভাবে তার ঈমান বের হয়ে যায়? তিনি বললেন, এভাবে এই বলে তিনি তাঁর হাতের অঙ্গুলিসমূহ পরস্পর ফাঁকের মধ্যে প্রবেশ করিয়ে আবার বের করে নিলেন। অতঃপর যদি সে তওবা করে তখন ঈমান এভাবে ফিরে আসে এই বলে আবার তিনি তাঁর অঙ্গুলিসমূহ পরস্পর ফাঁকে ফাঁকে প্রবেশ করে দেখালেন। আবু আব্দুল্লাহ বোখারী (রহ) বলেন, সে পূর্ণমাত্রায় ঈমানদার থাকে না এবং তাঁর ঈমানের নূর বহাল থাকে না। (এটা বোখারীর শব্দ)
بَابُ الْكَبَائِرِ وَعَلَامَاتِ النِّفَاقِ- الفصل الأول
وَفِي رِوَايَة ابْن عَبَّاس: «وَلَا يَقْتُلُ حِينَ يَقْتُلُ وَهُوَ مُؤْمِنٌ» . قَالَ عِكْرِمَةُ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: كَيْفَ يُنْزَعُ الْإِيمَانُ مِنْهُ؟ قَالَ: هَكَذَا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ ثُمَّ أَخْرَجَهَا فَإِنْ تَابَ عَادَ إِلَيْهِ هَكَذَا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ وَقَالَ أَبُو عَبْدِ اللَّهِ: لَا يَكُونُ هَذَا مُؤْمِنًا تَامًّا وَلَا يَكُونُ لَهُ نُورُ الْإِيمَان. هَذَا لفظ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪ | মুসলিম বাংলা