মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৫৩
- ঈমানের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৫৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, নবী (ﷺ) বললেন, মুমিন থাকাবস্থায় কেউ যেনা করে না , মু'মিন থাকাবস্থায় কেউ চুরি করে না, মু'মিন থাকাবস্থায় কেউ মদ পান করে না। লুন্ঠনকারী মু'মিন থাকাবস্থায় মানুষের চোখের সামনে লুট করে না। মু'মিন থাকাবস্থায় কেউ আত্মসাৎ করে না। সাবধান, সাবধান! (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْكَبَائِرِ وَعَلَامَاتِ النِّفَاقِ- الفصل الأول
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يشرب الْخمر حِين يشْربهَا وَهُوَ مُؤمن وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا ينتهب نهبة ذَات شرف يرفع النَّاس إِلَيْهِ أَبْصَارهم فِيهَا حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَغُلُّ أَحَدُكُمْ حِين يغل وَهُوَ مُؤمن فإياكم إيَّاكُمْ»