মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৪২
তৃতীয় অনুচ্ছেদ
৪২। হযরত মিক্দাদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, জমিনের উপর কোন মাটির ঘর বা তাঁবুর ঘর অবশিষ্ট থাকবে না, যেখানে আল্লাহ তা'আলা ইসলামের বাণী পৌঁছে দিবেন না, সম্মানিতদের সম্মানের সাথে অথবা অসম্মানিতদের অপদস্থতার সাথে। হয়তোবা আল্লাহ তাদের সম্মান দেবেন এবং তাদের সম্মানের অধিকারী বানাবেন, অথবা অসম্মানিত করে অতঃপর তারা আল্লাহর কালেমার অধীনস্থ হয়ে যাবে। আমি বললাম, তবে তো দীন পুরোটাই আল্লাহর জন্য হয়ে যাবে। (আহমদ)
الفصل الثالث
عَن الْمِقْدَاد بن الْأسود قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُولُ لَا يَبْقَى عَلَى ظَهْرِ الْأَرْضِ بَيْتُ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ كلمة الاسلام بعز عَزِيز أَو ذل ذليل إِمَّا يعزهم الله عز وَجل فَيَجْعَلُهُمْ مِنْ أَهْلِهَا أَوْ يُذِلُّهُمْ فَيَدِينُونَ لَهَا
رَوَاهُ أَحْمد
رَوَاهُ أَحْمد
