আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৩২৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৪০- ক্রোধ।
১৩২৬. হযরত হাসান (রাযিঃ) হযরত ইব্ন উমর (রাযিঃ) বলিয়াছেন, আল্লাহ্র নিকট প্রতিদান পাওয়ার দিক হইতে সর্বোত্তম ঢোক গেলা হইতেছে ক্রোধের ঐ ঢোক গেলা যাহা বান্দা তাহার প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গিলিয়া থাকে এবং উহা হজম করিয়া যায়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَبْدُ رَبِّهِ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: مَا مِنْ جَرْعَةٍ أَعْظَمَ عِنْدَ اللهِ أَجْرًا مِنْ جَرْعَةِ غَيْظٍ كَظَمَهَا عَبْدٌ ابْتِغَاءَ وَجْهِ اللهِ.
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলা তাঁর বান্দার উপর অশেষ মেহেরবান। প্রতি পদে পদে তিনি বান্দাকে সওয়াব দান করেন। শয়তানের প্ররোচনায় উত্তেজিত বান্দা যখন তার উত্তেজনাকে দমন করে এবং আল্লাহকে সন্তষ্ট করার জন মন্দ পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাঁর বান্দাকে সওয়াব দান করেন। আল্লাহ তার বান্দার এ কাজকে খুব বেশি পসন্দ করেন এবং তাকে প্রতিদান হিসেবে নিয়ামতভরা জান্নাত দান করবেন। নিয়ামতভরা জান্নাত যাদেরকে দেয়া হবে, তাদের মধ্যে মানুষের অপরাধ ক্ষমাকারী এবং রাগ দমনকারীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কুরআন শরীফে তাদের সম্পর্কে বলা হয়েছে:
والكاظمين الغيظ وَالْعَافِينَ عَنِ النَّاسِ
-"(তারা) রাগ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারী।"
বলা বাহুল্য, যেসব নেক ও বিশ্বাসী বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাগ দমন করেন, তারা যে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী তা নবী করীম ﷺ আলোচ্য হাদীসে ঘোষণা করেছেন।
والكاظمين الغيظ وَالْعَافِينَ عَنِ النَّاسِ
-"(তারা) রাগ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারী।"
বলা বাহুল্য, যেসব নেক ও বিশ্বাসী বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাগ দমন করেন, তারা যে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী তা নবী করীম ﷺ আলোচ্য হাদীসে ঘোষণা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)