আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩১৪
৬৩৩. অহেতুক এদিক সেদিক তাকানো
১৩১৪. হযরত নাফি’ বলেন, একদা ইরাকবাসীদের একটি দল হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-এর খেদমতে আসিয়া উপস্থিত হইল। তাহাদের খিদমতের জন্য নিয়োজিত খাদিমের কাছে একটি স্বর্ণের হার দেখিতে পাইয়া তাহারা মুখ চাওয়া চাওয়ি করিতে লাগিল। তখন হযরত ইব্‌ন উমর (রাযিঃ) বলিলেনঃ অনিষ্টের দিকে তোমাদের দৃষ্টি কতই না সজাগ !
حَدَّثَنَا خَلاَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ نَافِعٍ، أَنَّ نَفَرًا مِنْ أَهْلِ الْعِرَاقِ دَخَلُوا عَلَى ابْنِ عُمَرَ، فَرَأَوْا عَلَى خَادِمٍ لَهُمْ طَوْقًا مِنْ ذَهَبٍ، فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَقَالَ‏:‏ مَا أَفْطَنَكُمْ لِلشَّرِّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৩১৪ | মুসলিম বাংলা