আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩১৩
৬৩৩. অহেতুক এদিক সেদিক তাকানো
১৩১৩. হযরত আবুল হুযায়ল বলেন, একদা হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) একব্যক্তির রোগভোগের সময় তাঁহাকে দেখিতে যান। তখন তাঁহার সহিত তাঁহার জনৈক সঙ্গীও ছিল। যখন তিনি সেই বাড়িতে প্রবেশ করিলেন তখন তাঁহার সঙ্গীটি এদিক সেদিক তাকাইতে লাগিল। তখন হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) তাহাকে বলিলেনঃ যদি তোমার চক্ষু ফোঁড়া করিয়া দিতাম তবে, উহা তোমার জন্য মঙ্গলজনক হইত।
بَابُ فُضُولِ النَّظَرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الأَجْلَحِ، عَنِ ابْنِ أَبِي الْهُذَيْلِ قَالَ‏:‏ عَادَ عَبْدُ اللهِ رَجُلاً، وَمَعَهُ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا دَخَلَ الدَّارَ جَعَلَ صَاحِبُهُ يَنْظُرُ، فَقَالَ لَهُ عَبْدُ اللهِ‏:‏ وَاللَّهِ لَوْ تَفَقَّأَتْ عَيْنَاكَ كَانَ خَيْرًا لَكَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৩১৩ | মুসলিম বাংলা