আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৩১২
৬৩২. মজলিসে কথা বলিতে একজনের দিকেই কেবল তাকাইবে না
১৩১২ হাবীব ইব্ন আবু সাবিত (রাযিঃ) বলেন, আমাদের মুরবীগণ অর্থাৎ সাহাবায় কিরাম যখন কোন ব্যক্তি কথা বলিত তখন কেবল একজনের দিকেই দৃষ্টি নিবদ্ধ না রাখিয়া সকলের দিকে সমানভাবে তাকাইয়া কথা বলা পসন্দ করিতেন।
بَابُ إِذَا حَدَّثَ الرَّجُلُ الْقَوْمَ لا يُقْبِلُ عَلَى وَاحِدٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ سَالِمٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ قَالَ: كَانُوا يُحِبُّونَ إِذَا حَدَّثَ الرَّجُلُ أَنْ لاَ يُقْبِلَ عَلَى الرَّجُلِ الْوَاحِدِ، وَلَكِنْ لِيَعُمَّهُمْ.
