আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩০৩
৬২৬. অনুচ্ছেদঃ সুসম্পর্ক বজায় রাখা এবং সৌহার্দ প্রদর্শন
১৩০৩. হযরত আবুত তুফায়ল বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-কে জা’রানা নামক স্থানে গোশ্ত বিতরণ করিতে দেখিতে পাই। আমি তখন ছেলে মানুষ ; আমি উটের এক একটি অঙ্গ-প্রতঙ্গ ধরিয়া উঠাইতেছিলাম। এমন সময় তাঁহার নিকট জনৈকা মহিলা আসিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার জন্য নিজের চাদরখানি বিছাইয়া দিলেন। আমি লোকজনকে জিজ্ঞাসা করিলাম, মহিলাটি কে ? জবাবে একজন বলিয়া উঠিলঃ নবী (ﷺ)-এর সেই মাতা যিনি তাহাকে শৈশবে দুগ্ধদান করিয়াছিলেন ।
بَابُ حُسْنِ الْعَهْدِ
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ ثَوْبَانَ قَالَ‏:‏ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ ثَوْبَانَ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو الطُّفَيْلِ قَالَ‏:‏ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْسِمُ لَحْمًا بِالْجِعْرَانَةِ، وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ أَحْمِلُ عُضْوَ الْبَعِيرِ، فَأَتَتْهُ امْرَأَةٌ، فَبَسَطَ لَهَا رِدَاءَهُ، قُلْتُ‏:‏ مَنْ هَذِهِ‏؟‏ قَالَ‏:‏ هَذِهِ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৩০৩ | মুসলিম বাংলা