আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩০২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২৪- বগলের লোম উপড়ানো।
১৩০২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছেঃ পাঁচটি কাজ স্বভাব ধর্মজাত। যথাঃ ১. নখ কাটা, ২. গোঁফ ছাঁটা, ৩. বগল পরিষ্কার করা, ৪. নাভীমূল পরিষ্কার করা এবং ৫. খাত্‌না করা ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ‏:‏ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ‏:‏ تَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَالْخِتَانُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান