আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৩০০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২৪- বগলের লোম উপড়ানো।
১৩০০. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ পাঁচটি কাজ স্বভাবধর্মভুক্ত। যথাঃ ১. খাত্না বা ত্বকচ্ছেদ ২. ক্ষৌর করা ৩. বগলের লোম পরিষ্কার করা ৪. গোঁফ ছাঁটা এবং ৫. নখ কাটা ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ نَتْفِ الإِبْطِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: الْفِطْرَةُ خَمْسٌ: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأظْفَارِ.