আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৯৯
৬২৩- ক্রীতদাসী বা স্ত্রী তার স্বামীর মাথার চুল কামাতে পারে।
১২৯৯. সুকায়ন ইব্‌ন আব্দুল আযীয ইব্‌ন কায়স তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, একদা আমি হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আমর (রাযিঃ)-এর খেদমতে উপস্থিত হইলাম। তখন তাঁহার দাসী তাঁহার মস্তক মুণ্ডন করিয়া দিতেছিল । তিনি তখন বলিলেনঃ চূণ চর্মকে নরম করে
بَابُ حَلْقِ الْجَارِيَةِ وَالْمَرْأَةِ زَوْجَهَا
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ‏:‏ حَدَّثَنِي سُكَيْنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ دَخَلْتُ عَلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، وَجَارِيَةٌ تَحْلِقُ عَنْهُ الشَّعْرَ، وَقَالَ‏:‏ النُّورَةُ تُرِقُّ الْجِلْدَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৯৯ | মুসলিম বাংলা