আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৭৩
৬১৩- সংগীত।
১২৭৩. হযরত সাঈদ ইব্ন জুবায়র বলেন, কুরআন শরীফের আয়াতঃ (وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ) [অর্থাৎ মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যাহারা- অসার বাক্য বাছিয়া লয় (সূরা লুকমান)]-এর ব্যাখ্যা প্রসঙ্গে হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেনঃ উহা হইতেছে গান এবং অনুরূপ বিষয়াদি সম্পর্কে।
بَابُ الْغِنَاءِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: (وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ)، قَالَ: الْغِنَاءُ وَأَشْبَاهُهُ.
