আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৭২
৬১৩. অনুচ্ছেদঃ রমনীদের উদ্দেশ্যে হুদীখানি বা গান গাওয়া
১২৭২. হযরত আনাস (রাযিঃ) বলেন, বারা ইব্ন মালিক পুরুষদের (সাওয়ারীর উদ্দেশ্যে) হুদীখানি করিতেন আর আনজাশা করিতেন রমণীদের (সাওয়ারীর উদ্দেশ্যে)। তিনি ছিলেন অত্যন্ত সুরেলা কণ্ঠী । তাই নবী করীম (ﷺ) তাঁহার উদ্দেশ্যে বলিলেন : হে আন্জাশার, একটু রহিয়া সহিয়া গাও। কেননা তোমার পালা যে কাচ জাতীয়দের সাথে !
بَابُ الْحُدَاءِ لِلنِّسَاءِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ الْبَرَاءَ بْنَ مَالِكٍ كَانَ يَحْدُو بِالرِّجَالِ، وَكَانَ أَنْجَشَةُ يَحْدُو بِالنِّسَاءِ، وَكَانَ حَسَنَ الصَّوْتِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: يَا أَنْجَشَةُ، رُوَيْدَكَ سَوْقَكَ بِالْقَوَارِيرِ.
