আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৪২
৫৮৯- কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক।
১২৪২. জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার চীৎকার রাত্রিকালে শুনিতে পাইবে, তখন আল্লাহ্‌র কাছে আশ্রয়-প্রার্থনা করিবে কেননা, উহারা এমন বস্তু দেখিতে পায় যাহা তোমরা দেখিতে পাও না। এবং দরজাসমূহ বন্ধ করিয়া দিবে এবং উহাতে আল্লাহ্‌র নাম স্মরণ করিবে। কেননা শয়তান, রুদ্ধ করিয়া রাখা দরজা এবং যে দরজায় আল্লাহ্‌র নামের যিক্‌র হইয়াছে, উহা খোলে না। কলসী ঢাকিয়া রাখিবে, মশকের মুখ আঁটিয়া দিবে এবং খালি ভাণ্ডসমূহ উপুড় করিয়া রাখিবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلاَبِ أَوْ نُهَاقَ الْحَمِيرِ مِنَ اللَّيْلِ، فَتَعَوَّذُوا بِاللَّهِ، فَإِنَّهُمْ يَرَوْنَ مَالاَ تَرَوْنَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَاذْكُرُوا اسْمَ اللهِ عَلَيْهَا، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا أُجِيفَ وَذُكِرَ اسْمُ اللهِ عَلَيْهِ، وَغَطُّوا الْجِرَارَ، وَأَوْكِئُوا الْقِرَبَ وَأَكْفِئُوا الآنِيَةَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৪২ | মুসলিম বাংলা