আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৪১
৫৮৯- কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক।
১২৪১. হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ রাত্রি গভীর হইয়া আসিলে তোমরা গৃহ হইতে কমই বাহির হইবে। কেননা, আল্লাহ্র অনেক সৃষ্টজীব আছে যাহাদিগকে তিনি ঐ সময়ে ছড়াইয়া দেন। সুতরাং তোমাদিগের মধ্যকার যে কেহ কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার চীৎকার শুনিবে সে যেন “আউযুবিল্লাহি মিনাশ্ শাইতানির রাজীম” পড়িয়া আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করে । কেননা, উহারা এমন সব বস্তু দেখিতে পায়, যাহা তোমরা দেখিতে পাওনা।
بَابُ نُبَاحِ الْكَلْبِ وَنَهِيقِ الْحِمَارِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ سَعِيدِ بْنِ زِيَادٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: أَقِلُّوا الْخُرُوجَ بَعْدَ هُدُوءٍ، فَإِنَّ لِلَّهِ دَوَابَّ يَبُثُّهُنَّ، فَمَنْ سَمِعَ نُبَاحَ الْكَلْبِ، أَوْ نُهَاقَ حِمَارٍ، فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، فَإِنَّهُمْ يَرَوْنَ مَا لا تَرَوْنَ.
