আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১৭৫
৫৫৪. চুপি চুপি যাহারা কথা বলিতেছে তাহাদীর মধ্যে ঢুকিবে না
১১৭৫. হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, যে ব্যাক্তি আলাপরত ব্যাক্তিদের আলাপ কান পাতিয়া শুনে অথচ তাহারা রা অপছন্দ করে, তাঁহার কানে শীসা ঢালিয়া দেওয়া হইবে। আর যে ব্যাক্তি কষ্ট কল্পনার স্বপ্ন দেখে, তাহাকে কিয়ামতের দিন বলা হইবে, যবের মধ্যে গিরা দিতে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَنْ تَسَمَّعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ، صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ. وَمَنْ تَحَلَّمَ بِحُلْمٍ كُلِّفَ أَنْ يَعْقِدَ شَعِيرَةً.
