আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১৭৩
৫৫৩- খাটে উপবেশন।
১১৭৩. মুসা ইব্ন দিহ্কান (রাহঃ) বলেন, আমি হযরত ইব্ন উমর (রাযিঃ)-কে উরুসী১ পালঙ্কে উপবিষ্ট দেখিয়াছি- যাহার উপর একটি লাল কাপড় ছিল।
ইমরান ইব্ন মুসলিম (রাহঃ) বলেনঃ আমি হযরত আনাস (রাযিঃ)-কে একটি পালঙ্কে এক পায়ের উপর অপর পা তুলিয়া বসিয়া থাকিতে দেখিয়াছি।
ইমরান ইব্ন মুসলিম (রাহঃ) বলেনঃ আমি হযরত আনাস (রাযিঃ)-কে একটি পালঙ্কে এক পায়ের উপর অপর পা তুলিয়া বসিয়া থাকিতে দেখিয়াছি।
حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ دِهْقَانَ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى سَرِيرِ عَرُوسٍ، عَلَيْهِ ثِيَابٌ حُمْرُ. وَعَنْ أَبِيهِ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ قَالَ: رَأَيْتُ أَنَسًا جَالِسًا عَلَى سَرِيرٍ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى
হাদীসের ব্যাখ্যা:
১. 'উরুস' শব্দের অর্থ হইতেছে বাসর রাত্রি। এখানে উরূসী পালঙ্ক বলিতে ঘরের পালঙ্কের মত জাঁকজমপূর্ণ পালঙ্ক অর্থ হইতে পারে। আবার কোন এক নির্দিষ্ট ডিজাইন বা ফ্যাশনের পালঙ্কের নামও হইতে পারে।
