আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১২১
৫২১- যিম্মীর জন্য কিভাবে দুআ করবে?
১১২১. সা'দ ইব্‌ন জুবায়র বলেন, হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, ফির'আউনও যদি আমাকে বলিতঃ 'বা-রাকাল্লাহু ফীক'- 'আল্লাহ্‌ তোমাতে বরকত দিন' তবে আমিও জবাবে বলিতাম ও-ফীক্‌ অর্থাৎ 'তোমাতেও' ; অথচ ফির-আউন তো সেই কবেই মৃত্যুবরণ করিয়াছে।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ لَوْ قَالَ لِي فِرْعَوْنُ‏:‏ بَارَكَ اللَّهُ فِيكَ، قُلْتُ‏:‏ وَفِيكَ، وَفِرْعَوْنُ قَدْ مَاتَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১২১ | মুসলিম বাংলা