আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১০২
৫০৮- যে ব্যক্তি নিজ ঘরে সালাম দিয়ে প্রবেশ করে তার ফযীলাত।
১১০২. হযরত আবু উমামা (রাযিঃ) বলেন, নবী করিম (ﷺ) ফরমাইয়াছেনঃ তিন ব্যক্তি এমন যাহাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ্র। তাহাদের জীবিত অবস্থায় আল্লাহ্ই তাহাদের জন্য যথেষ্ট আর মৃত্যু হইলে তাহারা জান্নাতে প্রবেশ করিবেঃ ১। যে ব্যক্তি সালামের মাধ্যমে ঘরে প্রবেশ করে সে মহামহিম আল্লাহ্র দায়িত্বে; ২। যে ব্যক্তি মসজিদ পানে বাহির হইয়া যায়, সে ব্যক্তিও আল্লাহ্র দায়িত্বে এবং ৩। যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় (জিহাদে) বাহির হইয়া পড়ে, সেও আল্লাহ্র দায়িত্বে।
بَابُ فَضْلِ مَنْ دَخَلَ بَيْتَهُ بِسَلامٍ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَفْصٍ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا أُمَامَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَى اللهِ، إِنْ عَاشَ كُفِيَ، وَإِنْ مَاتَ دَخَلَ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ بِسَلاَمٍ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ، وَمَنْ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ.
