আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৯৬
৫০৬, অনুচ্ছেদঃ অনুমতি প্রার্থনার জবাবে ‘শান্তি সহকারে প্রবেশ কর’ বলা
১০৯৬. আব্দুর রহমান ইব্ন জাব’আন বলেন, একদা হযরত আব্দুল্লাহ ইব্ন উমরের সাথে ছিলাম। তিনি একটি গৃহে প্রবেশের জন্য গৃহবাসীদের নিকট অনুমতি প্রার্থনা করিলে জবাবে তাঁহাকে বলা হইলোঃ
… … (শান্তি সহযোগে প্রবেশ করুন) কিন্তু তিনি (এই জবাব শুনিয়া) প্রবেশ করিতে অস্বীকার করিলেন।
… … (শান্তি সহযোগে প্রবেশ করুন) কিন্তু তিনি (এই জবাব শুনিয়া) প্রবেশ করিতে অস্বীকার করিলেন।
بَابُ إِذَا اسْتَأْذَنَ فَقِيلَ: ادْخُلْ بِسَلامٍ
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُدْعَانَ قَالَ: كُنْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، فَاسْتَأْذَنَ عَلَى أَهْلِ بَيْتٍ، فَقِيلَ: ادْخُلْ بِسَلاَمٍ، فَأَبَى أَنْ يَدْخُلَ عَلَيْهِمْ.
