আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৯৫
৫০৫, অনুচ্ছেদঃ প্রশ্নকারীর ‘কে?’ বলার জবাবে আমি’ বলা সম্পর্কে
১০৯৫. আব্দুল্লাহ ইব্‌ন বুরায়দা তাঁহার পিতা বুরায়দা প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, একদা নবী করিম (ﷺ) মসজিদের দিকে বাহির হইলেন। আবু মুসা (রাযিঃ) তখন মসজিদে কুর’আন শরীফ তিলাওয়াত করিতেছিলেন। এমন সময় নবী (ﷺ) জিজ্ঞাসা করিলেনঃ এ কে? জবাবে আমি বলিলাম, বুরায়দা অর্থাৎ আবু মুসা, আপনার জন্য কুরবান! তখন তিনি বলিলেনঃ উহাকে তো দাউদ বংশীয়দের সুরমাধুর্য্য প্রদান করা হইয়াছে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْحُسَيْنُ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَسْجِدِ، وَأَبُو مُوسَى يَقْرَأُ، فَقَالَ‏:‏ مَنْ هَذَا‏؟‏ فَقُلْتُ‏:‏ أَنَا بُرَيْدَةُ، جُعِلْتُ فِدَاكَ، فَقَالَ‏:‏ قَدْ أُعْطِيَ هَذَا مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১০৯৫ | মুসলিম বাংলা