আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৯১
৫০৩. অনুচ্ছেদ: যখন কেহ বলে, আসিতে পারি কি ? এবং সালাম করে না’
১০৯১. আতা বলেন, হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলিয়াছেন, যখন কেহ বলে, আসিতে পারি কি ? অথচ সে সালাম করে নাই, তখন বলিয়া দাও, না, যাবৎ না তুমি প্রবেশের চাবি লইয়া আস ।
রাবী (আ’তা) বলেনঃ আমি জিজ্ঞাসা করিলাম চাবি মানে কি সালাম? তিনি বলিলেনঃ হ্যাঁ।
রাবী (আ’তা) বলেনঃ আমি জিজ্ঞাসা করিলাম চাবি মানে কি সালাম? তিনি বলিলেনঃ হ্যাঁ।
بَابُ إِذَا قَالَ: أَدْخُلُ؟ وَلَمْ يُسَلِّمْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ قَالَ: أَخْبَرَنِي مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِذَا قَالَ: أَأَدْخُلُ؟ وَلَمْ يُسَلِّمْ، فَقُلْ: لاَ، حَتَّى تَأْتِيَ بِالْمِفْتَاحِ، قُلْتُ: السَّلاَمُ؟ قَالَ: نَعَمْ.
