আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৬২
৪৮৪- স্ত্রীর সাথে স্বামীর আহার গ্রহণ।
১০৬২. খারিজা ইব্‌ন হারিসের দাদী উম্মে হাবীবা বিন্‌তে কায়িস (রাযিঃ) (যাঁহার আসল নাম ছিল খাওলা) বলেনঃ একই পাত্রে আমার এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতের মধ্যে বাজাবাজি হয়। (অর্থাৎ একই পাত্রে আমরা আহার করিয়াছি।)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ‏:‏ حَدَّثَنِي خَارِجَةُ بْنُ الْحَارِثِ بْنِ رَافِعِ بْنِ مَكِيثٍ الْجُهَنِيُّ، عَنْ سَالِمِ بْنِ سَرْجٍ مَوْلَى أُمِّ صَبِيَّةَ بِنْتِ قَيْسٍ وَهِيَ خَوْلَةُ، وَهِيَ جَدَّةُ خَارِجَةَ بْنِ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَهَا تَقُولُ‏:‏ اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي إِنَاءٍ وَاحِدٍ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১০৬২ | মুসলিম বাংলা