আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৬১
৪৮৪- স্ত্রীর সাথে স্বামীর আহার গ্রহণ।
১০৬১. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর সাথে একত্রে বসিয়া খেজুরও যবের ছাতু দ্বারা তৈরী হালুয়া (হাইস্) খাইতেছিলাম। এমন সময় উমর (রাযিঃ) আসিয়া পড়িলে নবী (ﷺ) তাঁহাকেও ডাকিয়া লইলেন। তিনিও (আমাদের সাথে) খাইলেন। খাওয়ার সময় তাঁহার হাত আমার আঙ্গুল স্পর্শ করে। তখন তিনি বলিয়া উঠিলেনঃ দুত্তরী ছাই ! তোমাদের ব্যাপারে যদি আমার কথা মানা হইত, তাহা হইলে কোন (বেগানা পুরুষের) চক্ষু তোমাদিগকে দেখিতে পাইত না। তার পরপরই পর্দার বিধান (সম্বলিত আয়াত) নাযিল হয়।
بَابُ أَكْلِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنْ مُوسَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ آكُلُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَيْسًا، فَمَرَّ عُمَرُ، فَدَعَاهُ فَأَكَلَ، فَأَصَابَتْ يَدُهُ إِصْبَعِي، فَقَالَ: حَسِّ، لَوْ أُطَاعُ فَيَكُنَّ مَا رَأَتْكُنَّ عَيْنٌ. فَنَزَلَ الْحِجَابُ.
