আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৩৪
২০৯৭. উসামা ইবনে যায়দ (রাযিঃ)- এর আলোচনা
৩৪৬৬। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে দিনার (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এক ব্যক্তিকে দেখতে পেলেন যে, মসজিদের এক কোণে তার কাপড় টেনে নিচ্ছে, তিনি বললেন, দেখতো লোকটি কে? সে যদি আমার নিকট থাকত (তবে আমি তাকে সদুপদেশ দান করতাম) তখন একজন তাঁকে বলল, হে আবু আব্দুর রহমান, আপনি কি তাকে চিনতে পেরেছেন। তিনি উসামা (রাযিঃ)- এর পুত্র মুহাম্মাদ। এ কথা শুনে ইবনে উমর (রাযিঃ) মাথা নীচু করে দু’হাত মাটি আছড়াতে লাগলেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে দেখলে নিশ্চয়ই আদর করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন