আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০২৭
৪৬৯. ফাসিক ব্যক্তিকে সালাম দিবে না
১০২৭. আবু যুরায়ক বলেন, তিনি শুনিতে পাইয়াছেন যে, হযরত আলী ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) দাবা খেলা অপসন্দ করিতেন এবং প্রায়ই বলিতেন যাহারা এই খেলায় অভ্যন্ত তাহাদিগকে সালাম দিবে না। (কেননা) ইহা জুয়া বিশেষ।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ‏:‏ حَدَّثَنِي مَعْنُ بْنُ عِيسَى قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو رُزَيْقٍ، أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ عَبْدِ اللهِ يَكْرَهُ الأَسْبِرَنْجَ وَيَقُولُ‏:‏ لاَ تُسَلِّمُوا عَلَى مَنْ لَعِبَ بِهَا، وَهِيَ مِنَ الْمَيْسِرِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১০২৭ | মুসলিম বাংলা