আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০২৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৬৯. ফাসিক ব্যক্তিকে সালাম দিবে না
১০২৬. হযরত কাতাদা (রাযিঃ) বলেন, হযরত হাসান (রাযিঃ) হইতে রিওয়ায়েত করেন যে, তিনি বলিয়াছেনঃ তোমার এবং ফাসিক (অনাচারী পাপাসক্ত) ব্যক্তির মধ্যে সম্মানের কোন সম্পর্ক থাকিবে না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، وَمُعَلَّى، وَعَارِمٌ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ قَالَ: لَيْسَ بَيْنَكَ وَبَيْنَ الْفَاسِقِ حُرْمَةٌ.