আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০১৯
৪৬৫- মজলিস থেকে বিদায়কালে সালাম প্রদানকারীর অধিকার।
১০১৯. হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর সহচরবর্গের পথে যদি কখনো বৃক্ষ পড়িত আর তাহাদের একদল গাছের ডান পাশ দিয়া এবং অপর দল বাম পাশ দিয়া অতিক্রম করিতেন। তবে পুনরায় সাক্ষাৎ হওয়া মাত্র তাহারা পরস্পরে সালাম করিতেন।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ نِبْرَاسٍ أَبُو الْحَسَنِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانُوا يَكُونُونَ مُجْتَمِعِينَ فَتَسْتَقْبِلُهُمُ الشَّجَرَةُ، فَتَنْطَلِقُ طَائِفَةٌ مِنْهُمْ عَنْ يَمِينِهَا وَطَائِفَةٌ عَنْ شِمَالِهَا، فَإِذَا الْتَقَوْا سَلَّمَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১০১৯ | মুসলিম বাংলা