আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯৪৩
৪২২. ‘তুমি যদি আল্লাহ্‌র প্রশংসা করিয়া থাক তবে আল্লাহ্ তোমাকে দয়া করুন’ বলা
৯৪৩. মাকহুল আযদী বলেন, আমি একদা হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-এর পার্শ্বে উপবিষ্ট ছিলাম, তখন এক ব্যক্তি মসজিদের এক পার্শ্বে হাঁচি দিয়া উঠিল। তখন ইব্‌ন উমর (রাযিঃ) বলিলেনঃ يَرْحَمُكَ اللَّهُ إِنْ كُنْتَ حَمِدْتَ اللَّهَ “তুমি যদি আল্লাহ্‌র প্রশংসা করিয়া থাক, তবে আল্লাহ্ তোমার প্রতি দয়া করুন।”
بَابُ مَنْ قَالَ: يَرْحَمُكَ إِنْ كُنْتَ حَمِدْتَ اللَّهَ
حَدَّثَنَا عَارِمٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ زَاذَانَ قَالَ‏:‏ حَدَّثَنِي مَكْحُولٌ الأَزْدِيُّ قَالَ‏:‏ كُنْتُ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ، فَعَطَسَ رَجُلٌ مِنْ نَاحِيَةِ الْمَسْجِدِ، فَقَالَ ابْنُ عُمَرَ‏:‏ يَرْحَمُكَ اللَّهُ إِنْ كُنْتَ حَمِدْتَ اللَّهَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৯৪৩ | মুসলিম বাংলা