আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৪২
৪২১- হাঁচিদাতা প্রথমে কি বলবে?
৯৪২. ইয়াস ইব্ন সালমা তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন। এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর দরবারে হাঁচি দিল। তখন নবী করীম (ﷺ) ‘ইয়ার হামুকাল্লাহ্’ বলিলেন সে পুনরায় হাঁচি দিলে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এই ব্যক্তি তো সর্দিগ্রস্ত।
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ، قَالَ: حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِيهِ قَالَ: عَطَسَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَرْحَمُكَ اللَّهُ، ثُمَّ عَطَسَ أُخْرَى، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: هَذَا مَزْكُومٌ.
