আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯৪০
৪২১- হাঁচিদাতা প্রথমে কি বলবে?
৯৪০. হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) যখন হাঁচি দিতেন এবং তাহার জবাবে বলা হইত “ইয়ারহামুকাল্লাহ্‌” তখন তিনি প্রত্যুত্তরে বলিতেনঃ يَرْحَمُنَا اللَّهُ وَإِيَّاكُمْ، وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ‏ “আল্লাহ্ আমাকে ও তোমাকে দয়া করুন ও আমাকে এবং তোমাকে ক্ষমা করুন।”
بَابُ كَيْفَ يَبْدَأُ الْعَاطِسُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا عَطَسَ فَقِيلَ لَهُ‏:‏ يَرْحَمُكَ اللَّهُ، فَقَالَ‏:‏ يَرْحَمُنَا اللَّهُ وَإِيَّاكُمْ، وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৯৪০ | মুসলিম বাংলা