আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৩৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪২০- হাঁচিদাতা আল্লাহর প্রশংসা না করলে হাঁচির জবাব দিবে না।
৯৩৯. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ দুই ব্যক্তি নবী করীম (ﷺ)-এর দরবারে বসিলেন। একজন অপরজনের চাইতে বেশী সম্ভ্রান্ত। তখন তাহাদের মধ্যকার সম্ভ্রান্ত ব্যক্তিটি হাঁচি দিল কিন্তু আল্লাহ্র প্রশংসা করিল না (অর্থাৎ “আল-হামদুলিল্লাহ্” বলিল না)! নবী করীম (ﷺ)ও তাহার হাঁচির কোন জবাব দিলেন না। অতঃপর অপর ব্যক্তিটি হাঁচি দিল এবং (আল-হামদুলিল্লাহ্ বলিয়া) আল্লাহ্র প্রশংসা করিল, তখন নবী করীম (ﷺ) তাহার হাঁচির জবাব দিলেন। তখন সম্ভ্রান্ত ব্যক্তিটি বলিয়া উঠিল (ইয়া রাসূলাল্লাহ্!) আমি আপনার সামনে হাঁচি দিলাম কিন্তু আপনি তাহার কোন জবাব দিলেন না। অথচ এই অপর ব্যক্তিটি হাঁচি দিল এবং আপনি তাহার জবাবও দিলেন! (ব্যাপারটা কি?) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ঐ ব্যক্তিটি আল্লাহ্কে স্মরণ করিয়াছে সুতরাং আমিও তাহাকে স্মরণ করিয়াছি আর তুমি আল্লাহ্কে ভুলিয়া রহিয়াছ সুতরাং আমিও তোমাকে ভুলিয়া রহিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ: حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ هُوَ أَخُو ابْنِ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَلَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَدُهُمَا أَشْرَفُ مِنَ الْآخَرِ، فَعَطَسَ الشَّرِيفُ مِنْهُمَا فَلَمْ يَحْمَدِ اللَّهَ، وَلَمْ يُشَمِّتْهُ، وَعَطَسَ الْآخَرُ فَحَمِدَ اللَّهَ، فَشَمَّتَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَقَالَ الشَّرِيفُ: عَطَسْتُ عِنْدَكَ فَلَمْ تُشَمِّتْنِي، وَعَطَسَ هَذَا الْآخَرُ فَشَمَّتَّهُ، فَقَالَ: إِنَّ هَذَا ذَكَرَ اللَّهَ فَذَكَرْتُهُ، وَأَنْتَ نَسِيتَ اللَّهَ فَنَسِيتُكَ.