আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯২৮
৪১৬. হাঁচির সময় কি বলিবে
৯২৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ), বলিয়াছেনঃ যখন কেহ হাঁচি দেয় তখন বলিবে, আল-হামদুলিল্লাহ’ আর যখন সে উহা বলিবে তখন তাহার অপর ভাই বা সাথীর বলা উচিত ‘ইয়ারহামুকাল্লাহ’, যখন সে বলিবে ‘ইয়ারহামুকাল্লাহ্’ তখন (প্রত্যুত্তরে) তাহার বলা উচিত ‘ইয়াহদীকাল্লাহ ওয়ুসলিহ্ বালাকা’ “আল্লাহ্ তোমাকে সৎপথে রাখুন এবং তোমার অবস্থার সংশোধন করুন।
আবু আব্দুল্লাহ বুখারী (রাহঃ) এই প্রসঙ্গের হাদীসসমূহের মধ্যে এই হাদীসখানাকেই সকচাইতে নির্ভরযোগ্য সনদের বলিয়া মন্তব্য করিয়াছেন।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا عَطَسَ فَلْيَقُلِ: الْحَمْدُ لِلَّهِ، فَإِذَا قَالَ فَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ فَلْيَقُلْ: يَهْدِيكَ اللَّهُ وَيُصْلِحُ بَالَكَ " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَثْبَتُ مَا يُرْوَى فِي هَذَا الْبَابِ هَذَا الْحَدِيثُ الَّذِي يُرْوَى عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৯২৮ | মুসলিম বাংলা