আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯২৭
৪১৬. হাঁচির সময় কি বলিবে
৯২৭. হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, যখন তোমাদের মধ্যকার কেহ হাঁচি দেয় এবং বলে আল- হামদুলিল্লাহ’ তখন ফিরিশতা বলেনঃ ‘রাব্বুল আলামীন’ আর যখন সে (আল-হামদুলিল্লাহি) রাব্বিল আলামীন, তখন ফিরিশতারা বলেনঃ ইয়ারহামুকাল্লাহ্--আল্লাহ্ তোমার প্রতি দয়া করুন।
بَابُ مَا يَقُولُ إِذَا عَطَسَ
حَدَّثَنَا مُوسَى، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ، قَالَ الْمَلَكُ: رَبَّ الْعَالَمِينَ، فَإِذَا قَالَ: رَبَّ الْعَالَمِينَ، قَالَ الْمَلَكُ: يَرْحَمُكَ اللَّهُ.
