আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯০৩
৪০১. কৌলীণ্য
৯০৩. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ করীম ইব্‌ন করীম ইব্‌ন করীম ইব্‌ন করীম হইতেছেন ইউসুফ ইব্‌ন ইয়াকূব ইব্‌ন ইসহাক ইব্‌ন ইবরাহীম (আ)। ১
بَابُ الْحَسَبِ
حَدَّثَنَا شِهَابُ بْنُ مَعْمَرٍ الْعَوْقِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ إِنَّ الْكَرِيمَ ابْنَ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

১.অর্থাৎ একাধারে চার পুরুষ ধরিয়া সম্ভ্রান্ত ও সম্মানিত হইতেছেন ইবরাহীম (আ)-এর পুত্র ইসহাক তাঁহার পুত্র ইয়াকূব এবং তাঁহার পুত্র ইউসুফ (আ)। তাঁহারা প্রত্যেকেই নবী ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৯০৩ | মুসলিম বাংলা