আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯০২
৪০০. বিদ্রোহের পরিণাম
৯০২. এবং (জাহান্নামের) শাস্তির দুইটি দরজা দুনিয়াতেই নগদ রহিয়াছে (১) বিদ্রোহ এবং (২) আত্মীয়তা-বন্ধন ছেদন করা।
وَبَابَانِ يُعَجَّلاَنِ فِي الدُّنْيَا: الْبَغْيُ، وَقَطِيعَةُ الرَّحِمِ.
