আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৪৮
৩৭২- হুযন (দুঃখ) নাম।
৮৪৮. আব্দুল হামীদ ইবন জুবায়র ইব্ন শায়বা বলেনঃ একদা আমি হযরত সাঈদ ইব্নুল মুসাইয়েবের পাশে বসা ছিলাম। তখন তিনি আমার নিকট এই মর্মে বর্ণনা করিলেন যে, তাহার দাদা হুয্ন (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর দরবারে উপস্থিত হইলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হে? তিনি তখন বলিলেন, আমার নাম হুয্ন (দুঃখ)। তিনি বলিলেনঃ না বরং তোমার নাম হইতেছে সাহল-(স্বাচ্ছন্দ্য)। তিনি তখন জবাবে বলিলেনঃ আমার পিতার রাখা নাম আমি পরিবর্তন করিব না।
ইব্নুল মুসাইয়িব বলেনঃ সেই অবধি আমাদের পরিবারে দুঃখ সর্বদাই লাগিয়া আছে।
ইব্নুল মুসাইয়িব বলেনঃ সেই অবধি আমাদের পরিবারে দুঃখ সর্বদাই লাগিয়া আছে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى , قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُ , قَالَ : أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ , قَالَ : جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : " مَا اسْمُكَ ؟ " ، قَالَ : اسْمِي حَزْنٌ ، قَالَ : " بَلْ أَنْتَ سَهْلٌ " ، قَالَ : مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي ، قَالَ ابْنُ الْمُسَيِّبِ : فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ
