আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৪৭
৩৭২- হুযন (দুঃখ) নাম।
৮৪৭. সাঈদ ইব্‌নুল মুসাইয়িব তাঁহার পিতার প্রমুখাৎ এবং তিনি তাহার দাদার (মানে নিজ পিতার) প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি অর্থাৎ তাহার দাদা নবী করীম (ﷺ)-এর দরবারে উপনীত হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ? তিনি বলিলেন, হুয্‌ন (দুঃখ)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তুমি হইতেছ সাহল-(স্বাচ্ছন্দ্য)। (তিনি বলিলেন আমি আমার পিতার দেয়া নাম পরিবর্তন করিব না।)
بَابُ حَزْنٍ
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ مَا اسْمُكَ‏؟‏ قَالَ‏:‏ حَزْنٌ، قَالَ‏:‏ أَنْتَ سَهْلٌ، قَالَ‏:‏ لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي‏.‏ قَالَ ابْنُ الْمُسَيِّبِ‏:‏ فَمَا زَالَتِ الْحُزُونَةُ فِينَا بَعْدُ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮৪৭ | মুসলিম বাংলা