আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮০০
৩৪৩- অবাঞ্ছিত আকাঙ্ক্ষা।
৮০০. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তােমাদের মধ্যকার কেহ যখন কিছুর আকাঙক্ষা করে তখন তাহার উচিত কিসের আকাঙক্ষা করিতেছে তাহা একটু ভাবিয়া দেখা, কেননা সে তাে জ্ঞাত নহে যে তাহাকে কি দেওয়া হইতেছে। ১
بَابُ مَا يُكْرَهُ مِنَ التَّمَنِّي
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: إِذَا تَمَنَّى أَحَدُكُمْ فَلْيَنْظُرْ مَا يَتَمَنَّى، فَإِنَّهُ لاَ يَدْرِي مَا يُعْطَى.
হাদীসের ব্যাখ্যা:
১. অর্থাৎ এমনও তাে হইতে পারে যে, তাহার আকাঙ্ক্ষা পূর্ণ হইয়া গেল। যদি খােদা না-খাস্তা সে আকাজ্ক্ষা অবাঞ্ছিত ও মন্দ বস্তুর করিল আর তাহার সে আকাঙ্ক্ষা পূর্ণও হইয়া গেল তখন কী অবস্থা দাঁড়াইবে? অনেকে অনেক সময় নিজের মৃত্যু বা' সন্তানের ধ্বংস কামনা করিয়া বসে। এই হাদীসে এইরূপ মন্দ কামনা ও আকাঙ্ক্ষা সম্পর্কে সাবধান করা হইয়াছে। এই হাদীসে এইরূপ মন্দ কামনা ও আকাঙ্ক্ষা সম্পর্কে সাবধান করিয়া দেওয়া হইয়াছে।
