আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৯৯
৩৪২- যাকে তুমি পাথেয় দাও নাই সে উত্তমবার্তা তােমার নিকট পৌছাইবে
৭৯৯ . হযরত ইবন আব্বাস (রাযিঃ) বলেন: وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ “আসবে নিয়ে বার্তা হেন যার তরে নেই প্রস্তুতি তাের।” হচ্ছে নবীজীর নিজস্ব কথা।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ لَيْثٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّهَا كَلِمَةُ نَبِيٍّ: وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ
