আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৯৮
৩৪২- যাকে তুমি পাথেয় দাও নাই সে উত্তমবার্তা তােমার নিকট পৌছাইবে
৭৯৮. হযরত ইকরামা বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে.জিজ্ঞাসা করিলাম, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কোন দিন রূপক কবিতা বা কাব্যাংশ আবৃত্তি করিতে শুনিয়াছেন? তিনি বলিলেনঃ কখনাে কখনাে ঘরে ঢুকিতে তিনি আবৃত্তি করিতেন: وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ ”আসবে নিয়ে বার্তা হেন যার তরে নাই প্রস্তুতি তাের।
بَابُ‏:‏ وَيَأْتِيكَ بِالأخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ قَالَ‏:‏ سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا‏:‏ هَلْ سَمِعْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَتَمَثَّلُ شِعْرًا قَطُّ‏؟‏ فَقَالَتْ‏:‏ أَحْيَانًا، إِذَا دَخَلَ بَيْتَهُ يَقُولُ‏:‏ وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭৯৮ | মুসলিম বাংলা