আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৬৯
৩২৭- অজানা ব্যাপার সম্পর্কে আল্লাহ্ জানেন বলিবে
৭৬৯. হযরত ইবন আব্বাস (রাযিঃ) বলেন, তােমাদের মধ্যকার কোন ব্যক্তিই তাহার অজ্ঞাত ব্যাপার সম্পর্কে (কিছু বলিয়া) বলিবে না আল্লাহ্ উহা জানেন। অথচ আল্লাহর জ্ঞানে অন্য রূপ আছে। সে যেন আল্লাহ্ যাহা নিজে জানেন না উহাই তাহাকে জানাইতেছে। আল্লাহর কাছে উহা গুরুতর ব্যাপার।
بَابُ لا يَقُولُ لِشَيْءٍ لا يَعْلَمُهُ: اللَّهُ يَعْلَمُهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: قَالَ عَمْرٌو: عَنِ ابْنِ عَبَّاسٍ: لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِشَيْءٍ لاَ يَعْلَمُهُ: اللَّهُ يَعْلَمُهُ ؛ وَاللَّهُ يَعْلَمُ غَيْرَ ذَلِكَ، فَيُعَلِّمَ اللَّهَ مَا لاَ يَعْلَمُ، فَذَاكَ عِنْدَ اللهِ عَظِيمٌ.
