আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৬৮
৩২৬- কেউ অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে কি বলবে?
৭৬৮. আব্দুল্লাহ্ ইবন আমির সাহাবী আবু মাসউদ-কে লক্ষ্য করিয়া বলিলেন ও হে আবুু মাসউদ! লােকে ধারণা করিয়াছে (জাতীয় কথা) সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে আপনি কি বলিতে শুনিয়াছেন? জবাবে তিনি বলিলেন ও আমি তাহাকে বলিতে শুনিয়াছি উহা লােকের কি মন্দ বাহন এবং তাহাকে আরাে বলিতে শুনিয়াছি, মুমিনকে অভিসম্পাত দেওয়া তাহাকে হত্যার সমতুল্য।
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْيَمَامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَامِرٍ قَالَ: يَا أَبَا مَسْعُودٍ، مَا سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي زَعَمُوا؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ، وَسَمِعْتُهُ يَقُولُ: لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ.
