আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৫০
৩১৫- বঞ্চিত অবস্থায় মেহমানের ভোর হলে।
৭৫০. হযরত উকবা ইবন আমির (রাযিঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদিগকে এমন অনেক সম্প্রদায়ের লােকদের কাছে প্রেরণ করেন যেখানকার লােকজন আমাদের মেহমানদারী করে না, এই ব্যাপারে আপনার অভিমত কি ? (অর্থাৎ তখন আমরা কি করিব?) তিনি আমাদিগকে বলিলেনঃ তােমরা যদি এমন কোন সম্প্রদায়ের নিকট গিয়া উঠ এবং তাহারা মেহমানের জন্য যাহা শােভনীয় তাহা প্রদান করে তবে তােমরা তাহা গ্রহণ করিবে আর যদি তাহারা তাহা না করে তবে তােমরা তাহাদের উপর মেহমানের যাহা পাওনা তাহা তাহাদের নিকট হইতে আদায় করিয়া লইতে পার।১
بَابُ إِذَا أَصْبَحَ الضَّيْفُ مَحْرُومًا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، قَالَ : حَدَّثَنِي اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْخَيْرِ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ ، إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَلا يَقْرُونَا ، فَمَا تَرَى فِي ذَلِكَ ؟ فَقَالَ لَنَا : إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأُمِرَ لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا ، فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ
হাদীসের ব্যাখ্যা:
১. ক্ষুধার তীব্রতায় যখন প্রাণ নাশের আশঙ্কা দেখা দেয় তখনকার জন্য উহা প্রযােজ্য। আহমদের মতে উহা কেবল জনমানবহীন এলাকাতেই প্রযােজ্য যেখানে বসবাসকারী মেযবান মেহমানদারী না করিলে মেহমানের আর কোন বিকল্প ব্যবস্থা থাকে না। কেহ কেহ বলিযাছেন, এই হুকুম কেবল রাষ্ট্রীয় তহশীলদারের ব্যাপারেই প্রফোজ্য যাহাদের ইহা ছাড়া আর থাকা-খাওয়ার কোন ব্যবস্থা থাকে না। বুখারী শরীফের প্রখ্যাত শরাহ ফাতহুল রারীর উদ্ধৃতি দিয়া মাওলানা আহমদ আলী সাহরানপুরী (র) তাঁহার বুখারী শরীফের হাশিয়ায় এ অভিমতগুলি উদ্ধৃত করিয়াছেন।
