আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৫১
৩১৬- মেহমানের সেবায় মেযবান
৭৫১. সাহল ইবন সাদ বলেন, হযরত আবু উসায়দ সাঈদী (রাযিঃ) তাঁহার বিবাহ বাসরে নবী করীম (ﷺ)-কে দাওয়াত করেন। তাহার নববিবাহিতা বধূ সেইদিন পর্যন্ত তাহার পরিচারিকা ছিলেন। তিনি বলেন, জানেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য সেদিন আমি কি পরিবেশন করিয়াছিলাম? রাত্রিবেলা আমি তাঁহার জন্য টাটকা খেজুর একটি মাটির পাত্রে ভিজাইয়া রাখিয়াছিলাম। (উহাই আমি তাঁহার জন্য পরিবেশন করি।)
بَابُ خِدْمَةِ الرَّجُلِ الضَّيْفَ بِنَفْسِهِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ قَالَ‏:‏ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، أَنَّ أَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي عُرْسِهِ، وَكَانَتِ امْرَأَتُهُ خَادِمَهُمْ يَوْمَئِذٍ، وَهِيَ الْعَرُوسُ، فَقَالَتْ، أَوْ قَالَ،‏:‏ أَتَدْرُونَ مَا أَنْقَعْتُ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏؟‏ أَنْقَعْتُ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭৫১ | মুসলিম বাংলা