আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭২৮
৩০০- কেউ বজ্রধ্বনি শুনলে।
৭২৮. হযরত আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রাযিঃ)-এর পুত্র আমির বর্ণনা করেন যে, হযরত আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রাযিঃ) যখন বজধ্বনি শুনিতে পাইতেন, তখন কথা বলা বন্ধ করিয়া দিয়া বলিতেনঃ سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ “পবিত্র সেই সত্তা বজধ্বনি যাহার পবিত্রতা ও স্তুতি ঘােষণা করে এবং ফেরেশতকুল যাহার ভয়ে অস্থির থাকেন।” (সূরা রাদঃ ১৩)
حَدَّثَنَا حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ ، وَقَالَ : " سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ ، ثُمَّ يَقُولُ : إِنَّ هَذَا لَوَعِيدٌ شَدِيدٌ لأَهْلِ الأَرْضِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭২৮ | মুসলিম বাংলা