আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭২৭
৩০০- কেউ বজ্রধ্বনি শুনলে।
৭২৭. হযরত ইবন আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, যখন তিনি বজ্রধ্বনি শুনিতে পাইতেন তখন তিনি বলিতেনঃ سبحَانَ الَّذِي سَبَّحْتَ . পবিত্র সেই সত্তা যাহার পবিত্রতা বজ্ধ্বনি ঘােষণা করিল। তিনি বলেন, বজ্ধ্বনিকারী হইতেছেন একজন ফিরিশতা। তিনি মেঘমালাকে ঠিক তেমনি হাঁকাইয়া চলেন যেমন রাখাল তাহার ছাগ পালকে হাঁকাইয়া চলে।
بَابُ إِذَا سَمِعَ الرَّعْدَ
حَدَّثَنَا حَدَّثَنَا بِشْرٌ ، قَالَ : حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنِي الْحَكَمُ ، قَالَ : حَدَّثَنِي عِكْرِمَةُ ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ، كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ ، قَالَ : " سبحَانَ الَّذِي سَبَّحْتَ لَهُ ، قَالَ : إِنَّ الرَّعْدَ مَلَكٌ يَنْعِقُ بِالْغَيْثِ ، كَمَا يَنْعِقُ الرَّاعِي بِغَنَمِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭২৭ | মুসলিম বাংলা