আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬২৩
২৭৭- সাইয়্যেদুল ইস্তিগফার গুনাহ মাফের সেরা দু'আ
৬২৩. হযরত আয়েশা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) চাশতের নামায পড়িলেন অতঃপর বলিলেনঃ اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَتُبْ عَلَيَّ ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ “হে আল্লাহ্ আমাকে ক্ষমা কর এবং আমার তাওবা কবূল কর, নিশ্চয় তুমি তাওবা কবুলকারী, অতি দয়ালু।” এমন কি তিনি উহা একশত বার বলিলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ، قَالَ : حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ هِلالِ بْنِ يَسَافٍ ، عَنْ زَاذَانَ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : " صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الضُّحَى ، ثُمَّ قَالَ : اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَتُبْ عَلَيَّ ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ " ، حَتَّى قَالَهَا مِائَةَ مَرَّةٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৬২৩ | মুসলিম বাংলা