আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৩৪
২৪৫. চক্ষু রোগীকে দেখিতে যাওয়া
৫৩৪। কাসিম ইব্‌ন মুহাম্মাদ বলেন, হযরত মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীগণের মধ্যকার জনৈক ব্যক্তির দৃষ্টিশক্তি লোপ পাইল। লোকজন তাহাকে দেখিতে গেল। তখন তিনি বলিলেনঃ আমি তো এই চক্ষুদ্বয়ের আকাঙক্ষী ছিলাম এজন্য যে, এইগুলির দ্বারা আমি নবী করীম (ﷺ)-এর প্রতি তাকাইয়া দেখিব, এখন যখন নবী করীম (ﷺ)-কে উঠাইয়া নেওয়া হইয়াছে, কসম আল্লাহ্ তাআলার হরিণীসমূহের সৌন্দর্য দর্শনেও আমি আর সুখানুভব করিব না।
حَدَّثَنَا حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، أَنَّ رَجُلا مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ ذَهَبَ بَصَرُهُ ، فَعَادُوهُ ، فَقَالَ : كُنْتُ أُرِيدُهُمَا لأَنْظُرَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَمَّا إِذْ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَوَاللَّهِ مَا يَسُرُّنِي أَنَّ مَا بِهِمَا بِظَبْيٍ مِنْ ظِبَاءِ تَبَالَةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান