আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৩৩
২৪৫. চক্ষু রোগীকে দেখিতে যাওয়া
৫৩৩। হযরত যায়িদ ইব্‌ন আরকাম (রাযিঃ) বলেন, একদা আমার চক্ষুরোগ ইহল। তখন নবী করীম (ﷺ) আমাকে দেখিতে আসিলেন। তিনি তখন আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ যায়িদ, এভাবে যদি তোমার চক্ষুরোগ অব্যাহত থাকে, তবে তুমি কি করিবে ? আমি বলিলাম, আমি সবর করিব এবং সাওয়াবের প্রত্যাশা করিব। তিনি বলিলেনঃ এইভাবে তোমার চক্ষুরোগ যদি অব্যাহত থাকে আর তুমি উহাতে সবর কর ও সাওয়াবের প্রত্যাশা কর, তবে তুমি উহার বিনিময়ে বেহেশত লাভ করিবে।
بَابُ الْعِيَادَةِ مِنَ الرَّمَدِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ ، قَالَ : حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، قَالَ : سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ ، يَقُولُ : " رَمِدَتْ عَيْنِي ، فَعَادَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ قَالَ : يَا زَيْدُ ، لَوْ أَنَّ عَيْنَكَ لَمَّا بِهَا كَيْفَ كُنْتَ تَصْنَعُ ؟ قَالَ : كُنْتُ أَصْبِرُ وَأَحْتَسِبُ ، قَالَ : لَوْ أَنَّ عَيْنَكَ لَمَّا بِهَا ، ثُمَّ صَبَرْتَ وَاحْتَسَبْتَ كَانَ ثَوَابُكَ الْجَنَّةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান